কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডারদের(সিএইচসিপি) ইলেকট্রনিক লজিষ্টিক ম্যানেজমেন্ট সিস্টেম(ইএলএমআইএস) বিষয়য়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ মুলত লজিষ্টিক তথ্য ই ব্যাবস্থাপনা বিষয়ক। এই তথ্য ক্যাপসার করা দেশ ব্যাপী স্বাস্থ্য বিভাগে ব্যবহৃত DHIS2 ডাটাবেজে। নীলফামারী জেলার স্বাস্থ্য বিভাগের সকল প্রতিষ্ঠানের লজিষ্টিক তথ্য এই ডাটাবেজ ইনপুট করা হয়। এর মাধ্যমে সহজেই উর্ধ্বতন সকল পর্যায়ে সহজেই লজিষ্টিক মজুদ, সরবরাহ, মেয়াদ, পূনঃ বন্টক বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস